• Sunrise At: 5:58 AM
  • Sunset At: 6:11 PM
info@talimeislam.com +88 01975539999

ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া ও সুন্নাত (আদব)।

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়া মাত্র উভয় হাত দ্বারা মুখমন্ডল ও চক্ষুদ্বয়কে হালকাভাবে মরদন করতে নির্দেশ দিয়েছেন। ( তিরমীজি শরীফ)

ঘুম ত্যাগ করে তিনবার আলহামদুলিল্লাহ এবং একবার কালিমায়ে তায়্যিবাহ পাঠ করতঃ

হজরত হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন বলতেন-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ- ‘আলহামদু লিল্লাহিল-লাজি আহইয়া-না-বা’দামা-আমা-তানা- ওয়া ইলাইহিন নুশুর। ( বুখারী শরীফ, মুসলিম শরীফ )

’অর্থ : ‘সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তাঁর নিকটেই আমাদের সকলের ফিরে যেতে হবে।

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন তখনই মিসওয়াক করতেন। ( বুখারী শরীফ, মুসলিম শরীফ )

ঘুম থেকে জাগ্রত হয়েই মিসওয়াক করা একটা সুন্নাত এবং পুনরায় ওযুর সাথে মিসওয়াক করা – এটা ভিন্ন আরেকটি সুন্নাত। (বাযলুল মাজহুদ)

Designed by Mohd Nassir Uddin