• Sunrise At: 5:37 AM
  • Sunset At: 6:20 PM
info@talimeislam.com +88 01975539999

মসজিদে প্রবেশ করার দোয়া ও সুন্নাত (আদব)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় প্রথম বিসমিল্লাহ পড়তেন। [ ইবনে মাজা শরীফ ]

মসজিদে প্রবেশের সময় প্রথমে বাম পায়ের জুতা খুলে সে জুতার উপর পা রাখবে, অতঃপর ডান পায়ের জুতা খুলে উক্ত পা মসজিদে প্রবেশ করাবে।

অতঃপর দরূদ শরীফ পড়বে-

بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَسَّلَامُ عَلٰى رَسُولِ اللهِ،

আসসলাতু ওয়াচ্ছালামু আলা রাসূলিল্লাহ

অথবা

আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা ‘আলি মুহাম্মদ

অতঃপর এ দোয়া পড়বে-

اَللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ.

উচ্চারণঃ আল্লা-হুম্মাফ তাহলী আবওয়া-বা রাহমাতিকা।

অর্থঃ  হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজা দুয়ার খুলে দিন। 

অতঃপর ই‘তিকাফের নিয়ত করবে।

অতঃপর বলবে-

আস-সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিছ ছালিহীন।

শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লার নেক বান্দাদের উপর।

Designed by Mohd Nassir Uddin